সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

সিনেটে পাস ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’

সিনেটে পাস ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’
সিনেটে পাস ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’
সর্বশেষ উপলব্ধ: জুন ২৯, ২০২৫ ০১:১৭ অপরাহ্ন

মার্কিন সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 'বিগ, বিউটিফুল বিল'-এর ওপর একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ভোটে সম্মতি দিয়েছে। শনিবার গভীর রাতে ৫১-৪৯ ভোটে বিলটি সিনেটে বিতর্কের জন্য অনুমোদন পায়। তবে বিলটির চূড়ান্ত পাস হওয়া এখনও অনিশ্চিত, কারণ একাধিক রিপাবলিকান সদস্য পরিবর্তনের দাবি জানিয়ে রেখেছেন।

বিলটি ট্রাম্পের বিশাল ঘরোয়া অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যেখানে কর কমানো, প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো ও সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মেডিকেইডসহ বিভিন্ন সেফটি-নেট কর্মসূচি কমানোর প্রস্তাব রয়েছে। ট্রাম্প চান ৪ জুলাই স্বাধীনতা দিবসে বিলটিতে স্বাক্ষর করতে।
ভোটের পর ট্রাম্প একে “GREAT VICTORY” বলে অভিহিত করেন এবং চার রিপাবলিকান সিনেটর — রিক স্কট, মাইক লি, রন জনসন ও সিনথিয়া লুমিস — এর ভূমিকার প্রশংসা করেন।


তবে সিনেটর থম টিলিস ও র‌্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা এখন বিলটি আটকে দিতে বিলটির সম্পূর্ণ পাঠ aloud পড়ার মতো কৌশল অবলম্বন করছে, যা ১০-১৫ ঘণ্টা সময় নিতে পারে। এরপর ‘ভোট-আ-রামা’ চলবে, যেখানে সংশোধনীগুলো নিয়ে একের পর এক ভোট হবে।
হাউসেও বিলটি নিয়ে মতভেদ রয়েছে, বিশেষত মেডিকেইড সংশ্লিষ্ট পরিবর্তন নিয়ে। হাউস স্পিকার মাইক জনসন রিপাবলিকানদের বিরত রাখার আহ্বান জানিয়েছেন, কারণ বিলটি এখনো রূপান্তরাধীন।

সূত্র সিএনএন

আশিক/মি

 41
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।