সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জন ফিলিস্তিনি নিহত।

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জন ফিলিস্তিনি নিহত।
গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জন ফিলিস্তিনি নিহত।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৯, ২০২৫ ০২:০৭ অপরাহ্ন

গাজা শহরের তুফাহ এলাকায় শনিবার ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত নয়জন শিশু বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের সিনিয়র নেতা হাখাম মোহাম্মদ ইসা আল-ইসাকে হত্যা করেছে।


আল জাজিরার খবরে জানানো হয়, নিহতদের অধিকাংশই খাদ্য সংগ্রহস্থলে ভিড় করেছিলো, যেখানে আগে থেকেই দুর্ভিক্ষপীড়িত মানুষের ভিড় ছিল। এই ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, অনেকেই খাদ্য নিতে এগিয়ে যাওয়ার মুহূর্তেই বিমান বা ড্রোন হামলায় প্রাণ হারায়।
একই সময়ে, ইরান নিয়ে উত্তেজনাও আবার মাথাচাড়া দিচ্ছে। জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করতে পারে। তিনি বলেন, “তাদের সক্ষমতা রয়েছে এবং কয়েক মাসের মধ্যেই তারা ফের সেন্ট্রিফিউজ চালাতে পারবে।”

সূত্র আল-জাজিরা
আশিক/মি

 38
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।