ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় নাগরিক সমাজ। শনিবার (২৯ জুন) শহরের কেন্দ্রীয় স্থানে রেললাইন-মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ, ঝিনাইদহ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহে রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও পশ্চাৎপদ। পাশাপাশি জেলার লাখো মানুষকে স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার জন্য পাশের জেলায় ছুটতে হয়। তারা বলেন, বহু বছর ধরে এসব দাবি জানানো হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই।
তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি ন্যায্য দাবি উপেক্ষা করে, তবে আগামীতে আরও বড় কর্মসূচি দেয়া হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।