দ্বিতীয়বারের মতো মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। স্বামী মাইকেল ডোলানের সঙ্গে তাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে ১৯ জুন।
শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রামে ছেলের নাম কিয়ানু রাফে ডোলান জানিয়ে একটি সাদাকালো ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, “আমাদের হৃদয় পূর্ণ।”
প্রিয়াঙ্কা চোপড়া ও করণবীর শর্মাসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা প্রথম সন্তানের মা হন। গোপনে বিয়ে করেন একই বছর। সর্বশেষ ২০২৪ সালে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যায় তাকে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।