আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ৩০০ আসনেই রিকশা প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে রাজনৈতিক সমন্বয়ের পরিবেশ তৈরি হয়েছে। কেউ যদি আবার দমন-পীড়নের রাজনীতি চালু করে, খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে।
তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংসদে জনমতের প্রকৃত প্রতিফলনের জন্য আংশিক ও পূর্ণ পিআর (প্রতিনিধিত্ব) সিস্টেম চালু করা প্রয়োজন। সংসদের দ্বিকক্ষীয় কাঠামো নিয়েও জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা উপস্থাপনের আহ্বান জানান তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।