সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত খেলাফত মজলিস: মামুনুল।

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত খেলাফত মজলিস: মামুনুল।
৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত খেলাফত মজলিস: মামুনুল।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৯, ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ৩০০ আসনেই রিকশা প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে রাজনৈতিক সমন্বয়ের পরিবেশ তৈরি হয়েছে। কেউ যদি আবার দমন-পীড়নের রাজনীতি চালু করে, খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে।

তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংসদে জনমতের প্রকৃত প্রতিফলনের জন্য আংশিক পূর্ণ পিআর (প্রতিনিধিত্ব) সিস্টেম চালু করা প্রয়োজন। সংসদের দ্বিকক্ষীয় কাঠামো নিয়েও জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা উপস্থাপনের আহ্বান জানান তিনি।

আশিক/মি

 49
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।