বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জানিয়েছেন, ৯০ দশকের শেষদিকে তিনি আন্ডারওয়ার্ল্ডের সরাসরি যোগাযোগের মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে দুবাইয়ের একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে উপস্থিত থাকার জন্য প্রলোভন হিসেবে মোটা অঙ্কের অর্থ ও কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়।
আমির বলেন, ‘তারা বারবার চেষ্টা করেছে। বলেছে, তুমি যা চাইবে, আমরা তা দেব। কিন্তু আমি শুরু থেকেই স্পষ্ট করে বলেছি, আমি যাব না। আপনি যদি জোর করে নিয়ে যেতে পারেন, তা আলাদা বিষয়। কিন্তু স্বেচ্ছায় কখনওই না।’
তিনি আরও বলেন, সেই সময়কার কিছু প্রভাবশালী ব্যক্তিই তাকে ডাকেন এবং কয়েক সপ্তাহ ধরে বারবার চাপ দেওয়ার চেষ্টা করেন। তবে সবশেষে আমির নিজের অবস্থানে অনড় থাকেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।