সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

শিগগিরই শুরু হবে পুরনো বাসের বিরুদ্ধে অভিযান : পরিবেশ উপদেষ্টা

শিগগিরই শুরু হবে পুরনো বাসের বিরুদ্ধে অভিযান : পরিবেশ উপদেষ্টা
শিগগিরই শুরু হবে পুরনো বাসের বিরুদ্ধে অভিযান : পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুন ৩০, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

রাজধানীর বায়ুদূষণ কমাতে পুরনো ও পরিবেশ বিপজ্জনক যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর সহায়তায় অভিযান শুরু করতে যাচ্ছে পরিবেশ মন্ত্রণালয়।

আজ সোমবার সচিবালয়ে চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। তিনি বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুরনো বাস অপসারণে অভিযান পরিচালনা করা হবে।

উপদেষ্টা আরও জানান, নির্মাণ কাজে বালু পরিবহনের সময় অবশ্যই তা ঢেকে রাখতে হবে। পাশাপাশি, শীত মৌসুম শুরুর আগেই সব ভাঙাচোরা রাস্তা মেরামতের নির্দেশনা দেয়া হয়েছে, কারণ এসব কারণেই শুষ্ক মৌসুমে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করে।


আশিক/মি

 50
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।