চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায় সার্কের বিকল্প হিসেবে নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যেখানে বাংলাদেশও যুক্ত রয়েছে। সম্প্রতি চীনের কুনমিংয়ে এই তিন দেশের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য হলো বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতি শক্তিশালী করা।
বৈঠকে সার্কের অন্যান্য সদস্য দেশগুলোকে নতুন জোটে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও ধারণা করা হচ্ছে ভারত এতে সাড়া দেবে না। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানসহ আরও দেশ এতে যোগ দিতে পারে।
সার্ক একসময় দক্ষিণ এশিয়ার ‘ইউরোপীয় ইউনিয়ন’ হিসেবে পরিচিত হলেও ভারত-পাকিস্তানের বিরোধে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ২০১৬ সালের পর কোনো সম্মেলন হয়নি এবং ভারত ও বাংলাদেশ ওই সময় অংশগ্রহণও করেনি।
বিশ্লেষকদের মতে, ভারতের পশ্চিমমুখী নীতির কারণে সে এসসিও ও নতুন জোটে আগ্রহ কম দেখাচ্ছে। চীন-পাকিস্তান নেতৃত্বাধীন এই নতুন জোট আঞ্চলিক সহযোগিতায় নতুন এক মাত্রা যোগ করতে পারে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।