শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ড্রাফটের আগেই ৬ বিদেশি নিশ্চিত করল বরিশাল।

ড্রাফটের আগেই ৬ বিদেশি নিশ্চিত করল বরিশাল।
ড্রাফটের আগেই ৬ বিদেশি নিশ্চিত করল বরিশাল।
সর্বশেষ উপলব্ধ: জুন ৩০, ২০২৫ ০২:৪৫ অপরাহ্ন

আগামী বিপিএল মৌসুমের আগেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

 তবে কৌশলগত কারণে এখনই নাম প্রকাশ করছে না দলটি। বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানান, প্রতিপক্ষ দলগুলো বেশি অর্থে খেলোয়াড় ছিনিয়ে নিতে পারে এই আশঙ্কায় তারা পরিচয় গোপন রাখছেন।

গত আসরে বরিশালের হয়ে খেলেছিলেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মায়ার্সের মতো তারকারা। এবারের স্কোয়াডেও বড় চমক থাকার ইঙ্গিত মিলেছে। এদিকে, স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি জিমি নিশাম।

আশিক/মি

 102
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।