রাশিয়ার প্রত্যাশিত গ্রীষ্মকালীন আক্রমণ ইউক্রেনে বড় সাফল্য আনতে পারেনি তবে কিছু এলাকা দখল করেছে এবং ডনেটস্ক অঞ্চলে সেনা সংখ্যা বাড়িয়েছে।
ইউক্রেন জানিয়েছে সুমি অঞ্চলে রুশ অগ্রগতি রুখে দেওয়া হয়েছে কিছু এলাকা পুনর্দখলও করেছে তারা। তবে ডিনিপ্রোপেট্রোভস্ক সীমান্তে রুশ বাহিনী এগোচ্ছে।
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় শহরগুলোতে বাড়ছে ধ্বংসযজ্ঞ ও হতাহতের সংখ্যা। জেলেনস্কি আরও প্যাট্রিয়ট ও পশ্চিমা প্রতিরক্ষা চেয়েছেন।
রাশিয়া প্রতিদিন শত শত শাহেদ ড্রোন ব্যবহার করছে। যুদ্ধ চললেও রাশিয়ার অর্থনীতি চাপের মুখে। পুতিন বলেন যেখানে রুশ সেনার পা পড়ে সেটাই আমাদের।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।