জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই আন্দোলন ছিল ভবিষ্যতের শপথ—নতুন বাংলাদেশ ও রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য।
তিনি জানান, প্রতিবছর জুলাই-আগস্টকে ‘গণজাগরণের মাস’ হিসেবে পালন করা হবে, যাতে স্বৈরাচার মাথাচাড়া দেয়ার আগেই প্রতিরোধ গড়ে তোলা যায়। ১৬ বছর যেন আর অপেক্ষা করতে না হয়।
ড. ইউনূস আন্দোলনে অংশ নেয়া সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজনৈতিক দায়বদ্ধতা ও জনগণের ঐক্য পুনরুজ্জীবিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি’র উদ্বোধন ঘোষণা করেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।