সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত।

ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত।
ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত।
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০১, ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন

কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে এক ফাঁস হওয়া ফোনালাপের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে সাংবিধানিক আদালত। মাত্র ১০ মাস আগে দায়িত্ব নেয়া এই নেত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন অনৈতিক আচরণের অভিযোগ আনে ৩৬ জন সিনেটর।

ফোনালাপে পেতংতার্ন থাই সেনাবাহিনীর সমালোচনা করেন এবং হুন সেনকে বলেনআপনি যা চান, আমাকে বললেই হবে।  বক্তব্যকে অনেকেই জাতীয় স্বার্থবিরোধী মনে করছেন। ঘটনা জানাজানির পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এবং সরকার জোটের অন্যতম দল ভেঙে যায়।

আদালতের সিদ্ধান্তে তিনি আপাতত প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হলেও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বে থাকবেন। সংবাদ সম্মেলনে পেতংতার্ন বলেনআমার বক্তব্য ছিল শান্তির বার্তা, কিন্তু আমি দুঃখিত যদি কেউ এতে কষ্ট পান। সূত্র সিএনএন।

আশিক/মি

 41
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।