গাজা সিটির আল-বাক্কা ক্যাফেতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন জানিয়েছেন আল-শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সিলমিয়া। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছেন যারা ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারের জন্য এসেছিলেন।
হাসপাতালে আইসিইউ ও প্রয়োজনীয় ঔষধের সংকট দেখা দিয়েছে। আহতদের মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে একজন ফ্রিল্যান্স সাংবাদিকও আছেন যাঁর মৃত্যু গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২২৮ এ উন্নীত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার বিষয়ে বলেছে, বেসামরিকদের ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং হামলার লক্ষ্য ছিল হামাসের সন্ত্রাসী।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।