সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

এমবাপে ফিরলেন রিয়ালের জয়ে।

এমবাপে ফিরলেন রিয়ালের জয়ে।
এমবাপে ফিরলেন রিয়ালের জয়ে।
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন

জুভেন্টাসকে - গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া দ্বিতীয়ার্ধে হেড থেকে।

দীর্ঘ অসুস্থতার পর বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে যা ছিল তার প্রথম ম্যাচ এই টুর্নামেন্টে। রিয়াল দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ শানায় জুভেন্টাস পাল্টা চেষ্টায় গেলেও গোল করতে পারেনি।

কোয়ার্টারে রিয়ালের প্রতিপক্ষ হবে ডর্টমুন্ড মন্টেরের মধ্যকার জয়ী দল।

আশিক/মি

 37
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।