গাজায় হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান এই সময়ে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সব পক্ষের সঙ্গে কাজ চলবে।
ট্রাম্প বলেন কাতার ও মিসর শান্তি প্রতিষ্ঠায় অনেক চেষ্টা করেছে এবং তারা চূড়ান্ত প্রস্তাব দেবে। তিনি আশা প্রকাশ করেন হামাস এই প্রস্তাব মেনে নেবে।
এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। তবে আলোচনায় দীর্ঘদিন অগ্রগতি হয়নি কারণ ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজায় ফের হামলার সুযোগ চায় আর হামাস চায় স্থায়ী শান্তির নিশ্চয়তা।
টাইমস অব ইসরায়েল জানায় ট্রাম্প দুইপক্ষকেই সন্তুষ্ট রেখে আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা করছেন। আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখনো মতপার্থক্য দূর করতে কাজ করছে। সূত্র আল-জাজিরা
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।