ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অস্বাভাবিক। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্ট-এর মধ্যে মিয়ানমারের সঙ্গে সাত-আট বছরেও অগ্রগতি হয়নি।
শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া তাকে ফিরিয়ে আনার দাবি এবং দিল্লির প্রতিক্রিয়া—সব মিলিয়ে চাপ বাড়ছে। পাল্টাপাল্টি বিবৃতি ও মিডিয়ায় অপপ্রচার পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। ভারত তিন মাসে তিন দফায় আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ কোটি ডলারের রপ্তানি। সীমান্ত অঞ্চলে জীবিকা সংকটে হাজারো মানুষ।
রোহিঙ্গা প্রত্যাবাসনেও অগ্রগতি নেই। বরং নতুন করে প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।