আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ তরুণকে গুলি করে হত্যা ও লাশ আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বুধবার (২ জুলাই) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে এই অভিযোগপত্র দাখিল করা হয়। প্রসিকিউশন ১১ জন আসামির নাম প্রকাশ করেছে যাদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা। এদের মধ্যে ৮ জন কারাগারে আর ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ৬ জন নিহত হন এবং পরে তাদের মধ্যে জীবিত একজনসহ সকলের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।