বাংলাদেশে আধুনিক প্রযুক্তিখাতে বড় উদ্যোগ হিসেবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর টাস্কফোর্স-এর চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা হয়েছে। ১ জুলাই এটি তুলে দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
টাস্কফোর্সের সুপারিশে প্রথম ধাপে চিপ ডিজাইন ও টেস্টিং-প্র্যাকেজিংকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। মহাখরচের ফ্যাব্রিকেশন অংশটি পরে বিবেচনার পরামর্শ দেয়া হয়।
সংক্ষিপ্ত পরিকল্পনায় রয়েছে অনলাইন প্রশিক্ষণ পোর্টাল, অন্তত ৫টি প্রতিষ্ঠানে চিপ ল্যাব ক্লিনরুম সুবিধা প্রকৌশলীদের রোটেশন ট্রেনিং ও সেমিকন্ডাক্টর ফান্ড গঠন। শুরুতে চিপ ডিজাইন ও টেস্টিং-প্র্যাকেজিংয়ে জোর দিতে বলেছে টাস্কফোর্স।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।