জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের হুমকির মুখে শহরগুলো ক্রমেই ঝুঁকিতে পড়ছে। এ প্রেক্ষাপটে ২ জুলাই ঢাকায় ‘নগর জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি প্রশমন কেন্দ্র’-এর উদ্বোধন করে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রটি গবেষণা, নীতি, উদ্ভাবন ও কমিউনিটি-ভিত্তিক সমাধানের মাধ্যমে শহুরে স্থিতিস্থাপকতা বাড়াবে। এটি ছয়টি বিষয়ে কাজ করবে: তাপ ও দূষণ, শক্তি পরিবর্তন, সবুজ অবকাঠামো, ভূ-তথ্য, জলবায়ু ন্যায় ও জরুরি প্রতিক্রিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে, কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন ভ্যান ক্রানেনডঙ্ক, সুইডেন দূতাবাসের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।