কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে গেছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ১ উইকেটে ১০০ রান থাকলেও মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগারদের ইনিংস।
১ উইকেটে ১০০ থেকে ৮ উইকেটে ১০৫—এই ধসই নিশ্চিত করে দলের পরাজয়। শেষদিকে জাকের আলী ৫১ রানের লড়াকু ইনিংস খেললেও হার এড়ানো যায়নি। হাসারাঙ্গা মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।
এর আগে টস জিতে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪ রান তোলে। চারিথ আসালাঙ্কা ১২৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি এবং তানজিম সাকিব ৩টি উইকেট নেন।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে পারভেজ ইমন ১৩ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ তামিম করেন ৬২, শান্ত ২৩ আর বাকিরা ছিলেন ব্যর্থ। মিরাজ-লিটন-হৃদয়রা ফিরেছেন শূন্য রানে। ব্যাটিংয়ের এমন ভেঙে পড়ায় সিরিজে ১-০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।