বলিউড তারকা দীপিকা পাড়ুকোন যুক্ত হচ্ছেন হলিউডের ওয়াক অব ফেম এ। ২০২৬ সালের মোশন পিকচার বিভাগে নাম এসেছে তাঁর। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়।
দীপিকার সঙ্গে রয়েছেন এমিলি ব্লান্ট টিমোথি শ্যালামে রামি মালেক র্যাচেল ম্যাকঅ্যাডামস, মাইলি সাইরাস প্রমুখ। আন্তর্জাতিক পরিসরে অভিনয়ে দীপিকার প্রভাব জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাই তাঁকে এ মর্যাদায় নিয়ে গেছে।
২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে ট্রফি উন্মোচনের মঞ্চেও ছিলেন দীপিকা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।