সম্প্রতি ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন। মুখপাত্র শন পারনেল একে সাহসী ও কার্যকর অভিযান বলে উল্লেখ করেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরান এখনো ক্ষতির বিস্তারিত জানায়নি। যদিও কিছু ইরানি কর্মকর্তা গুরুতর ক্ষতির স্বীকার করেছেন।
আইএইএ জানিয়েছে, হামলার পর রেডিওধর্মী বিকিরণের মাত্রা বাড়েনি। তবে সংস্থাটির প্রধান বলছেন, ইউরেনিয়াম মজুদ হয়তো নষ্ট বা সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে হামলার পর ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। তারা দাবি করেছে, সংস্থাটি ইসরায়েলের সঙ্গে তথ্য পাচার করেছে— যদিও আইএইএ তা অস্বীকার করেছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।