গাজায় ইসরায়েলি বাহিনীর টানা ৪৮ ঘণ্টার হামলায় ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম। হামলাগুলোর লক্ষ্য ছিল বাজার আশ্রয়কেন্দ্র ও খাদ্য বিতরণস্থলসহ ঘনবসতিপূর্ণ এলাকা।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান সাম্প্রতিক এসব হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে। এক বিবৃতিতে বলা হয় ইসরায়েল ২৬টি হামলায় গণহত্যার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার খবর থাকলেও মিসাইল ও বোমা হামলা চলছেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল একটি সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে সম্মত হয়েছে। তবে হামাস বলছে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী সমাধান ছাড়া তারা কোনো প্রস্তাব গ্রহণ করবে না।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছে অব্যাহত হামলা ও মানবিক বাধার ফলে গাজা বড় ধরনের বিপর্যয়ের মুখে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।