মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৩, ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন

ঢাকা, জুলাই ২০২৫ চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল গমের মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

সরকারি মজুদ সংগ্রহ বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের জুলাই দেশে চাল গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল .১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ টনে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে .২৩ লাখ মেট্রিক টনে।

আশিক/মি

 102
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।