এনবিআরের এক কমিশনারসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।তালিকায় রয়েছেন ঢাকা পূর্বের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বেনাপোলের কমিশনার মো কামরুজ্জামান ও আরও চার কর কর্মকর্তা।
তাদের বিরুদ্ধে কর আদায়ে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তারা করদাতাদের সুবিধা দিয়েছেন এবং সরকার বঞ্চিত হয়েছে রাজস্ব থেকে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।