সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

গলা ও রগ কেটে যুবককে হত্যা

গলা ও রগ কেটে যুবককে হত্যা
গলা ও রগ কেটে যুবককে হত্যা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৩, ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন নামের এক যুবককে গলা হাতপায়ের রগ কেটে হত্যার পর খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ১৭ জুন উপজেলার ভারগাঁও ওলামা নগর এলাকায় হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি ইয়ানুছকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সহযোগী হাসেম ইলিয়াছকে সঙ্গে নিয়ে ১৭ জুন রতনকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের পর গলা রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর তার মরদেহ খালে ফেলে পালিয়ে যায় তারা।

পরে র‍্যাব-১১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে কুড়িগ্রাম সদর থানার আরাজী কদমতলা এলাকা থেকে ইয়ানুছকে গ্রেপ্তার করা হয়।

আশিক/মি

 38
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।