নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন নামের এক যুবককে গলা ও হাত‑পায়ের রগ কেটে হত্যার পর খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ১৭ জুন উপজেলার ভারগাঁও ওলামা নগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি ইয়ানুছকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সহযোগী হাসেম ও ইলিয়াছকে সঙ্গে নিয়ে ১৭ জুন রতনকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের পর গলা ও রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর তার মরদেহ খালে ফেলে পালিয়ে যায় তারা।
পরে র্যাব-১১ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে কুড়িগ্রাম সদর থানার আরাজী কদমতলা এলাকা থেকে ইয়ানুছকে গ্রেপ্তার করা হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।