ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। রুশ প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
টেলিগ্রাম চ্যানেলগুলোতে জানানো হয় যে কুরস্কের কোরেনেভো এলাকায় এক সামরিক চৌকিতে ইউক্রেনের হামলায় গুদকভসহ অন্তত ১০ রুশ সেনা প্রাণ হারান।
ইউক্রেন আগেও তাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছিল। গেল মার্চে প্রেসিডেন্ট পুতিন তাকে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। সূত্র: রয়টার্স
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।