সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

গাজায় আবারো নিহত ১৩৮ জন।

গাজায় আবারো নিহত ১৩৮ জন।
গাজায় আবারো নিহত ১৩৮ জন।
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৫, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে নিহত হয়েছেন ১৩৮ জন ফিলিস্তিনি এবং আহত ৬২৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে এবং আহত লাখ ৩৫ হাজার ১৭৩ জনে।

ধ্বংসস্তূপে আরও লাশ চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার হামলা শুরু হয় গত ১৮ মার্চ। এতে নিহত হয়েছেন আরও হাজার ৭১০ জন ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

আশিক/মি

 62
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।