গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে নিহত হয়েছেন ১৩৮ জন ফিলিস্তিনি এবং আহত ৬২৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে এবং আহত ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে।
ধ্বংসস্তূপে আরও লাশ চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার হামলা শুরু হয় গত ১৮ মার্চ। এতে নিহত হয়েছেন আরও ৬ হাজার ৭১০ জন ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।