ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পামেইরাসকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৬ মিনিটে গোল করেন কোলে পামার।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সমতায় ফেরে পামেইরাস। ব্রাজিলিয়ান তরুণ তারকা ইস্টেভাও গোল করে স্কোরলাইন ১–১ করেন। উল্লেখযোগ্য বিষয়, এই ইস্টেভাওই আসছে মৌসুমে চেলসিতে যোগ দিতে চলেছেন।
এই জয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে প্রতিপক্ষ হবে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৮ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।