সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

নায়ক হিসেবে রাজ না শুভ কী বললেন মন্দিরা

নায়ক হিসেবে রাজ না শুভ কী বললেন মন্দিরা
নায়ক হিসেবে রাজ না শুভ কী বললেন মন্দিরা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৫, ২০২৫ ০২:৪৮ অপরাহ্ন

নায়িকা মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুল রাজ আরিফিন শুভর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। কাজলরেখা সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছিলেন মন্দিরা। আর নীলচক্র সিনেমায় তিনি জুটি বাঁধেন শুভর সঙ্গে।

রাজ প্রসঙ্গে মন্দিরা বলেন শুটিংয়ে তাদের কথা কম হলেও রাজ একজন তুখোড় অভিনেতা এবং খুবই ডেডিকেটেড। তিনি সব সময় নিজের চরিত্রে ডুবে থাকতেন এবং তাকে অনেক সহযোগিতা করেছেন।

শুভকে নিয়ে মন্দিরা বলেন তিনি খুবই প্রাণবন্ত একজন মানুষ। সেটে সবসময় আনন্দময় পরিবেশ তৈরি করতেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে শুভ তাকে ভীষণভাবে সহায়তা করেছেন বলেও জানান মন্দিরা।

আশিক/মি

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।