মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট
চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৫, ২০২৫ ০৩:১২ অপরাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হজ ফ্লাইট রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বিমানবন্দরের উড্ডয়ন অবতরণ কার্যক্রম।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ফ্লাইটটিতে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সমস্যা নিরসনের পর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এরপর স্বাভাবিকভাবে চালু হয় রানওয়ের কার্যক্রম।

বাংলাদেশ বিমানের জিইসি টিম বিশেষ পুশ কার্ট দিয়ে সামনের চাকা ঠিক করে দিলে ইঞ্জিন চালু করে বিমানটি এপ্রোনে আনা সম্ভব হয়।

আশিক/মি

 143
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।