সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে মানুষ ব্যাংকে টাকা না রেখে সঞ্চয়পত্রেই বিনিয়োগ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন সবাই যদি সঞ্চয়পত্র কিনে, তাহলে ব্যাংকে তারল্য থাকবে না। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে।
ব্যাংক খাতের সংকট নিয়ে তিনি বলেন খারাপ ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের আস্থা ফিরছে। এছাড়া ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে যাতে গ্রাহকদের টাকা ফেরতের নিশ্চয়তা থাকে।
এসময় তিনি জানান এনবিআরের চলমান সমস্যার সমাধানে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানে কাজ চলছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।