ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূরের উৎসব মাস শেষে দেশজুড়ে আয় করেছে ৫ কোটির বেশি। তানিম নূর পরিচালিত ছবিটি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও ভালো সাড়া পেয়েছে।
বর্তমানে দেশের সিনেপ্লেক্সগুলোতে সবচেয়ে বেশি শো চলছে এই ছবির। শাকিব খানের তাণ্ডব পাইরেসির ঘটনায় দর্শকের মন ভাঙলেও উৎসব তা পুষিয়ে দিয়েছে।
চার্লস ডিকেন্সের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটির ট্যাগলাইন ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ। দর্শক বলছেন ছবিটি তাদের শৈশবে ফিরিয়ে নিয়েছে।
উৎসব এ অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া আহসান চঞ্চল চৌধুরী অপি করিমসহ একঝাঁক তারকা। প্রযোজনায় ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।