টেক্সাসে জুলাই ২০২৫-এর বন্যায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রীয় টেক্সাসের গার্লস গ্রীষ্মকালীন ক্যাম্প 'ক্যাম্প মিস্টিক' সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮ জন শিশু রয়েছে। এছাড়া, ৪১ জন এখনও নিখোঁজ রয়েছে। প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড, হেলিকপ্টার, ড্রোন এবং উদ্ধারকারী দলগুলি বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ক্যাম্প মিস্টিকের ১৬৫ জনকে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্য স্কট রুসকান ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টিকে একটি প্রধান দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন এবং ফেডারেল সহায়তা পাঠিয়েছেন। তবে, জাতীয় আবহাওয়া পরিষেবার কর্মী সংকট ও পূর্বাভাসের ঘাটতির কারণে সমালোচনা হয়েছে ।
বন্যার কারণে কের কাউন্টি, হান্ট, কনফোর্ট, জর্জটাউন ও লিগ সিটি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া পূর্বাভাসের ঘাটতির কারণে আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সূত্র-আলজাজিরা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।