আগামী ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ডের একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে। ফল তৈরির কাজ শেষ করে বোর্ডগুলো সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে এবং অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতে চূড়ান্ত দিন নির্ধারিত হবে এবং মন্ত্রণালয় তা আনুষ্ঠানিকভাবে জানাবে।
একই দিনে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফল একসাথে প্রকাশিত হবে এবং এতে প্রায় ১৮ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী ফল পাবে।ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে, ফলে নিয়ম অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।