আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না বরং মতভেদ থাকা বিষয় বাদ দিয়ে যেগুলোতে সম্মতি সম্ভব সেগুলোতেই গুরুত্ব দিচ্ছে।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপে তিনি এ কথা বলেন। আলোচনায় জরুরি অবস্থা, নারী প্রতিনিধিত্ব এবং উপজেলা আদালত সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
আলী রীয়াজ জানান—বহুত্ববাদ ও চার প্রদেশের প্রস্তাবে আপত্তি থাকায় তা বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন সংশোধিত প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে তৈরি হচ্ছে এবং কমিশনের পক্ষ থেকে কোনো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নেই।
সংলাপ সফল করতে সময় সীমিত হলেও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।