রিও ডি জেনিরো ৬ জুলাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যারা ব্রিক্সের অ্যান্তি-আমেরিকান নীতির সাথে থাকবে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলে শুরু হয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা এই গ্রুপকে ঠান্ডা যুদ্ধের নিরপেক্ষ আন্দোলনের উত্তরসূরী উল্লেখ করেন।
চীনের প্রেসিডেন্ট জি জিনপিং নিজে না এসে প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অনলাইনে অংশ নেন। সম্মেলনে ইরান ও গাজায় হামলার নিন্দা জানানো হয়।
ব্রিক্স জোট বিশ্ব অর্থনীতি ও কূটনীতিতে গুরুত্ব বৃদ্ধি করছে এবং আন্তর্জাতিক সংস্থার সংস্কার দাবি করছে। জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিয়ন্ত্রণও আলোচনা হয়েছে।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বিপরীতে ব্রিক্স দেশগুলো বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার জন্য দাঁড়িয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।