নারায়ণগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড আদালত অনুমোদন করেছে। সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয় কারাবন্দি আইভীকে।
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ঘটে এই ঘটনা। নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম ৯৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আইভী ১১ নম্বর আসামি হিসেবে রয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।