সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

পাকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারল বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারল বাংলাদেশ
পাকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারল বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৮, ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন

চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব১৮ এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে গোলে হেরেছে বাংলাদেশ। হাফ টাইমে স্কোর ছিল ৩।

দ্বিতীয় কোয়ার্টারে গোলে পিছিয়ে থেকেও দীন ইসলাম ইসমাইল হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ইসমাইল হোসেন ম্যাচে দুটি গোল করেন। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান আবার এগিয়ে যায় ব্যবধানে। শেষ কোয়ার্টারে দুই গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

তবে এই  হার  সেমিফাইনালে   উঠতে   কোনো   বাধা হয়নি। বাংলাদেশ ইতোমধ্যে  সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তান চীনের ম্যাচের পর গ্রুপে অবস্থান নির্ধারিত হবে। পাকিস্তান চীনকে হারালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে জাপান।

আশিক/মি

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।