শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

পহেলা বৈশাখে সারাদেশে উৎসবের আমেজ

পহেলা বৈশাখে সারাদেশে উৎসবের আমেজ
পহেলা বৈশাখে সারাদেশে উৎসবের আমেজ
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১৪, ২০২৫ ০৮:০১ অপরাহ্ন

আবারো এসেছে বাংলা নববর্ষ। এবারের বর্ষবরণ তৈরি করেছে অন্যরকম এক উৎসবের আমেজ। সকল সম্প্রদায় নৃগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে পালন করছে সর্বজনীন লোকউৎসবপহেলা বৈশাখ

রাজধানী ঢাকাসহ সারাদেশ সেজে উঠেছে নতুন সাজে, নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

বছরের প্রথম দিনটিকে আরো উৎসবমুখর করে তোলেছে শোভাযাত্রা বৈশাখী মেলা। এগুলো মূলত সর্বজনীন লোকজ উৎসব। বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির ধারক গ্রামীণ বৈশাখী মেলাগুলোতে মিলছে স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত মৃৎশিল্পজাত সামগ্রী, খেলনা এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য। চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ। আরো আছে নাগরদোলা, পুতুলনাচ, যাত্রা, লোকজ গানের আসরসহ নানান বিচিত্র বিনোদন।

যুগ যুগ ধরে চলে আসা আনন্দ উৎসবটি আমাদের পারিবারিক সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে আছে। বাংলার চিরাচরিত অনুষ্ঠানটি তাই এখনও পালিত হচ্ছে।

আ/মি

 18
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।