সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ গেল বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ গেল বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ গেল বাংলাদেশের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৯, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটিতেও ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচেই অলআউট হয়ে ব্যবধানে সিরিজ হেরেছে মিরাজের দল।

শেষ ওয়ানডেতে পাল্লেকেলেতে ২৮৬ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হৃদয় করেন সর্বোচ্চ ৫১ রান। ইমন মিরাজ করেন সমান ২৮ রান এবং জাকের আলি করেন ২৭।

ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ জানান, ব্যাটিং ভেঙে পড়ার মূল কারণ জুটি গড়তে না পারা। যারা সেট হচ্ছেন তারাও দ্রুত আউট হয়ে মোমেন্টাম হারিয়ে ফেলছেন। মিডল অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে বলে মত দেন অধিনায়ক।

আশিক/মি

 56
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।