মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৯, ২০২৫ ০২:০২ অপরাহ্ন

খাগড়াছড়িতে কয়েকদিনের টানা বৃষ্টিতে নদী ছড়ার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বন্যা পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। মাইনী চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবেশ করছে। বুধবার মুসলিমপাড়া গঞ্জপাড়া শালবাগান এলাকায় চেঙ্গি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি উঠে এসেছে। স্থানীয়রা বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দীঘিনালার মেরুং এলাকায় মাইনী নদীর পানি স্টিল ব্রিজ এলাকায় সড়কে উঠে গেছে। নিচু কিছু এলাকায় ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। একইসঙ্গে সদর উপজেলার শালবাগান কলাবাগান সবুজবাগে পাহাড়ের পাদদেশে বসবাসরত শত শত পরিবার রয়েছে পাহাড়ধসের ঝুঁকিতে।

সদর উপজেলার ইউএনও জানান পাহাড়ধস রোধে কয়েকশ পরিবারকে শালবাগান প্রাথমিক বিদ্যালয় শিশু প্রাইমারিতে সরিয়ে নেওয়া হয়েছে। আরও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। উদ্ধার ত্রাণ কার্যক্রম চালাতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

আশিক/মি

 82
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।