জলবায়ু পরিবর্তনে মানবাধিকার হুমকিতে পড়ায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের নেতৃত্বে প্রণীত একটি গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
৯ জুলাই কাউন্সিলের ৫৯তম অধিবেশনে বাংলাদেশ, ফিলিপাইন ও ভিয়েতনামের কোর গ্রুপ এই রেজ্যুলেশন উত্থাপন করে। এতে উন্নয়নশীল দেশগুলোর অধিকার, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
প্রথমবারের মতো জলবায়ুজনিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষতিপূরণের বিষয়টি এতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, অর্থায়নের ঘাটতির বিষয়টি গুরুত্ব দিয়ে তোলা হয়েছে। এই রেজ্যুলেশন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সফলতার উদাহরণ।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।