ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাত। এই সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশ-ভুটান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি জানান যে বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান।
বুধবার ৯ জুলাই সাক্ষাতের সময় রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসা ও শিক্ষাখাতে সহযোগিতা এবং ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রধান উপদেষ্টা বলেন দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানো উচিত। তিনি সার্কের চেতনাকে টিকিয়ে রাখতে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।