ইন্টার মিয়ামির হয়ে আরেকটি উজ্জ্বল রাত কাটালেন লিওনেল মেসি। বুধবার ফক্সবোরোতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জেতালেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসে পূর্ণ তিন পয়েন্ট নিলো মিয়ামি। ফলে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচের ২৭ মিনিটে নিউ ইংল্যান্ডের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সে ঢুকে গোল করেন মেসি। এরপর ৩৮ মিনিটে বুসকেটসের নিখুঁত পাসে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শেষ দিকে কার্লেস গিল এক গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি নিউ ইংল্যান্ড। বাকি সময় মিয়ামির রক্ষণের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।
এ নিয়ে চলতি মৌসুমে এমএলএসে ১৪টি এবং সব মিলিয়ে ২০টি গোল করলেন মেসি। সর্বশেষ দুই ম্যাচে তার গোল চারটি ও অ্যাসিস্ট একটি। একই সঙ্গে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়
হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।