সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

রেড সি’তে জাহাজ ডুবি হুথি হামলায় নিহত ৪

রেড সি’তে জাহাজ ডুবি হুথি হামলায় নিহত ৪
রেড সি’তে জাহাজ ডুবি হুথি হামলায় নিহত ৪
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১০, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন

রেড সিতে হুথি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন এবং চারজন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর বরাতে জানানো হয় লাইবেরিয়ার পতাকাবাহী ইটারনিটি সি জাহাজ থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের মালিকানাধীন জাহাজটিকে সোমবার একটি মানববিহীন নৌকা ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে হুথিরা। তারা জানায়, হামলাটি গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান জাহাজটি ইসরায়েলের দিকে। হামলার ভিডিও প্রকাশ করেছে হুথিরা যেখানে বিস্ফোরণের দৃশ্য এবং ক্রুদের জাহাজ ছাড়ার আহ্বান দেখা যায়।

যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে জাহাজের কিছু নাবিককে অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। ব্রিটিশ সামরিক সংস্থা ইউকেএমটিও জানায় জাহাজটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গতি হারিয়েছিল। ইউকে-ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রে জানায় এটি ইয়েমেনের হোদেইদা উপকূলে ডুবে গেছে।

আশিক/মি

 59
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।