রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।