২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪৩ হাজার।
ফলাফল বিশ্লেষণে দেখা যায় মেয়েরা এবার ছেলেদের তুলনায় এগিয়ে আছে। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। দাখিল পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ফরম পূরণ করেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
১০ এপ্রিল শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ১৩ মে। ফলাফল প্রকাশ করা হয় ১০ জুলাই দুপুর ২টায়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।