ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের ১২ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বাসিজ প্যারামিলিটারি ফোর্সের অধীন মিডিয়া ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে যাতে সত্য প্রকাশে বাধা দেওয়া যায় এবং প্রতিরোধ ফ্রন্টের কণ্ঠরোধ করা যায়।
গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর টানা ১২ দিন ধরে উভয় দেশের মধ্যে ব্যাপক সংঘাত চলে। ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালায়। পাল্টা জবাব দেয় তেহরানও।
সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিক।
অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে ২৮ জন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।