সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ভাঙাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান রাতের আঁধারে বিএসএফ ৩ থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।